আব্দুল্লাহ আল মাসুদ ও মিম এর প্রথম বিয়ে ও মামলার বর্ননা।
জনাব, সন্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, পিতা- মোঃ গিয়াস উদ্দিন, সাং- উত্তর মারিশ্যার চর মু/ব্লক, থানা- লংগদু, জেলা- রাঙ্গামাটি। বর্তমানে- সাং বাইট্টাপাড়া, থানা-লংগদু, জেলা রাঙ্গামাটি থাকি। আমি পেশায় একজন মোবাইল, কম্পিউটার মালামাল এর ব্যবসায়ী এবং পাশাপাশি কম্পিউটার & মোবাইল সার্ভিসিং, ফটো কপি, ছবি প্রিন্ট, গান লোড,বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও, এডিটিং এর কাজ করতাম। আমার দোকানে আমি এবং আমার ছোটভাই কাজ করতাম। অদ্য ২৯/৮/২০১৭ ইং BD Police Helpline এ অভিযোগ প্রদান করিতেছি যে বিবাদি- ১) মোঃ মজিবুর রহমান, পিতা- মৃত আঃ ওহাব ভুইয়া, সাং- কালু মাঝির টিলা, থানা- লংগদু, জেলা রাঙ্গামাটি। ২) মর্জিনা আক্তার মীম, পিতা- মজিবুর রহমান, সাং- কালু মাঝির টিলা, থানা- লংগদু, জেলা রাঙ্গামাটি। ৩) আমেনা বেগম, পিতা-আঃ হাকিম মুল্লা, সাং- কালু মাঝির টিলা, থানা- লংগদু, জেলা রাঙ্গামাটি। ৪) জাহাঙ্গীর, পিতা- আঃ হাকিম মুল্লা, সাং-ফুরের মুখ, থানা- লংগদু, জেলা- রাঙ্গামাটি। ৫) বেলাল, পিতা- আঃ হাকিম মুল্লা, সা...